ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ককপিটে ধোঁয়ায় প্লেনের জরুরি অবতরণ 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
ককপিটে ধোঁয়ায় প্লেনের জরুরি অবতরণ 

ঢাকা: ককপিটে ধোঁয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রীবাহী একটি প্লেন ৫০ জন আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে।

নিউজিল্যান্ডের নেলসন বিমানবন্দরে অবতরণ করা প্লেনটি এয়ার নিউজিল্যান্ডের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্লেনের হাইড্রোলিক ফ্লুয়েড লিকেজ থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পাইলট দক্ষ হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যাত্রীদের নিরাপদে প্লেন থেকে নামিয়ে আনা হয়েছে। এছাড়া একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে জরুরি প্রয়োজনে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।