ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ধোঁয়ায় ফিরতি পথে জেট এয়ারওয়েজের ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ধোঁয়ায় ফিরতি পথে জেট এয়ারওয়েজের ফ্লাইট ফ্লাইট থেকে যাত্রীদের বের করে আনা হচ্ছে

ঢাকা: সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎই কেবিনে ধোঁয়ার আবিষ্কার করা হলো।

আর তাতেই উড্ডয়নের ২০ মিনিটের মাথায় ফিরতি পথে উড়তে হলো জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটকে।

কর্ণাটকের ম্যাঙ্গালুর অভিমুখী জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ২৮৩৯ ফ্লাইটটি ব্যাঙ্গালুরু থেকে বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উড়াল দেয়। এক ঘণ্টার কিছু বেশি সময়ের রুটটিতে কয়েক মিনিটের মাথায় ফ্লাইটের আরোহীরা কেবিনে ধোঁয়ার অস্তিত্ব আবিষ্কার করেন।

কোনো ধরনের ঝুঁকি না নিয়ে দ্রুতই ৬৯ আরোহীর (৬৫ যাত্রী, ৪ ক্রু) ফ্লাইটটি ফিরতি পথ ধরে ১০টা ২০ মিনিটে ব্যাঙ্গালুরুতে পৌঁছায়।

এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটের সব আরোহী নিরাপদে রয়েছেন। ফ্লাইটটি অবতরণের পর দ্রুতই সব আরোহীকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ধোঁয়ার বিষয়ে কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।