ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের ঢাকা সৈয়দপুর রুটে বিপত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
নভোএয়ারের ঢাকা সৈয়দপুর রুটে বিপত্তি

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ার এর ফ্লাইট শুরু করা সম্ভব হয়নি। রোববার বিশ্ব ভালোবাসা দিবসে সকাল সোয়া দশটায় এই এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটের ঢাকা থেকে সৈয়দপুরেরর উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিলো।

কিন্তু হঠাৎ করেই বিপত্তি দেখা দেয় প্লেনটিতে।

উদ্ভূত পরিস্থিতিতে নভোএয়ার কর্তৃপক্ষ তাদের যাত্রীদের সৈয়দপুরগামী অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে  তুলে দেয়।   এজন্য বাড়তি টাকাও গুণতে হয় নভোএয়ারকে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দু’তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যাওয়া পার্টস বিদেশ থেকে চলে আসবে।   সেটা এলে ঢাকা-সৈয়দপুর রুটে নিয়মিত চলাচল করবে নয়োএয়ার।   
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ’১৪, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।