ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

সৈয়দপুরে নভোএয়ার চালু উপলক্ষে রোড শো

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সৈয়দপুরে নভোএয়ার চালু উপলক্ষে রোড শো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার চালু উপলক্ষে রোড শো করা হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র সহকারে রোড শো অনুষ্ঠিত হয়।



সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু হয়ে রোড শো শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এতে নভোএয়ারের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) এএফএম মাহফুজুল আলম, বিমানবন্দর শাখার ম্যানেজার শাহিন আহমেদ, রাজশাহীর ইনচার্জ সৌমন চৌধুরী ও সৈয়দপুরের সব এজেন্সি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সৈয়দপুর-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে নভোএয়ার।
 
এ বিষয়ে নভোএয়ারের সৈয়দপুর বিমানবন্দর ইনচার্জ বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, ৬৮ আসনবিশিষ্ট নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে বেলা ১১টা ৩৫ মিনিটে। এতে যাত্রীপ্রতি ভাড়া পড়বে ৩২০০ টাকা।

তবে প্রথম এক মাস যাত্রীরা একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।