ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

আন্তর্জাতিক রুটে নভোএয়ারের যাত্রা ১ ডিসেম্বর

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আন্তর্জাতিক রুটে নভোএয়ারের যাত্রা ১ ডিসেম্বর ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। ১ ডিসেম্বর থেকে ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইটের মাধ্যমে তাদের এ আন্তর্জাতিক সার্ভিস শুরু হবে।



বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে নভোএয়ার আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করবে। আমাদের প্রথম আন্তর্জাতিক রুটে যাত্রা হবে মায়ানমারের ইয়াঙ্গুনে। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে।   শুক্রবার, রোববার, মঙ্গলবার ফ্লাইটগুলো চলবে। এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ২২০ টাকা।

ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মায়ানমারের পর্যটকদের জন্য ভিসা-পাসপোর্ট, হোটেল বুকিংসহ নভোএয়ার প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এর হেড অব মার্কেটিং সোহেল মজিদ। এ প্যাকেজে জনপ্রতি খরচ হবে ৩২ হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ইউএম/আরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।