ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

এয়ার টিকিট ফ্রি হোম ডেলিভারি দেবে ইউএস-বাংলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এয়ার টিকিট ফ্রি হোম ডেলিভারি দেবে ইউএস-বাংলা

ঢাকা: অ‍ভ্যন্তরীণ রুটে প্রথম বারের মতো এয়ার টিকিট ফ্রি হোম ডেলিভারি সার্ভিস নিয়ে এলো ইউএস-বাংলা এয়ারলাইনস। এ সার্ভিসের মাধ্যমে যাত্রীরা এখন ঘরে বসেই যেকোনো প্রান্ত থেকে টিকিট কিনতে পারবেন।



রোববার (৪ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. শেখ সাদী (শিশির) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইনসের নিজস্ব সেলস কাউন্টারের সমমূল্যে ক্রেডিট কার্ড বা নগদ টাকা দিয়ে এয়ার টিকিট কেনা যাবে। এ হোম ডেলিভারি সার্ভিসটি ইউএস-বাংলা এয়ারলাইনসের নিজস্ব কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

যাত্রীরা শুধু নিজস্ব এরিয়া অনুযায়ী অথবা যেকোনো নম্বরে ফোন করলেই, সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাস্থানে টিকিট পৌঁছে দেবেন।

সার্ভিসটি পেতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। ঢাকা- ০১৭৭৭৭৭৭৮৬৩ (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, তেজগাঁও, মিরপুর), ০১৭৩০৭১৩৮৪১ (উত্তরা, এয়ারপোর্ট, টঙ্গি, বসুন্ধরা, নিকুঞ্জ, ডিওএইচএস বারিধারা), ০১৭৩০৭১৫৮৫৪ (ধানমন্ডি, কলাবাগান, মতিঝিল, কাওরান বাজার, মোহাম্মদপুর, আজিমপুর)।

চট্রগ্রাম- ০১৭৭৭৭০৭৬২৮, কক্সবাজার- ০১৭৭৭৭৭৭৮৪১, সিলেট- ০১৭৭৭৭৭৭৮৬২, রাজশাহী- ০১৭৭৭৭০৭৫২৯, বরিশাল- ০১৭৭৭৭০৭৫৩০।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।