ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

৬টি রাশিয়ান ইয়াক-১৩০ বিমান আনার প্রক্রিয়া সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
৬টি রাশিয়ান ইয়াক-১৩০ বিমান আনার প্রক্রিয়া সম্পন্ন ছবি : সংগৃহীত

ঢাকা: রাশিয়া থেকে কেনা ইয়াক-১৩০ বিমানগুলোর মধ্যে প্রধম দফায় ছয়টি দেশে এসে পৌঁছেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আইএসপিআর থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে রাশিয়া থেকে ১৬টি ইয়াক-১৩০ যুদ্ধপ্রশিক্ষণ বিমান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় ছয়টি বিমান আনার প্রক্রিয়া সোমবার সম্পন্ন হয়েছে। এএন-১২৪ পরিবহন বিমানে করে এগুলো আনা হয়।

এই ছয়টি বিমানের প্রথম তিনটি গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রামস্থ বিমানঘাঁটি জহুরুল হকে নিয়ে যাওয়া হয়। বাকি ১০টি বিমানও একই প্রক্রিয়ায় রাশিয়া থেকে আনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইয়াক-১৩০ শুধু যুদ্ধ প্রশিক্ষণ বিমানই নয়, এটি দিয়ে শত্রুবিমান মোকাবেলাও করা যায়। রাশিয়ার এভিয়েশন প্রতিষ্ঠান ইরকুত কর্পোরেশন এই বিমানগুলো তৈরি করেছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।