ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ইঞ্জিন বিকলে ১৩ হাজার ফুট নিচে নেমে গেল প্লেন!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ইঞ্জিন বিকলে ১৩ হাজার ফুট নিচে নেমে গেল প্লেন! সংগৃহীত

ঢাকা: একেবারে ৩৯ হাজার ফুট ওপরে উড়ছিল উড়োজাহাজটি। হঠাৎ শুরু হলো ঝড়।

এই ঝড়ের কবল থেকে রক্ষা পেতে যখন সবাই সৃষ্টিকর্তার নাম জপছিলেন, ঠিক সেই মুহূর্তে বিকল দুই ইঞ্জিন! অবস্থাটা কী দাঁড়ায় তখন?

এই অবস্থার দুর্বিষহ অভিজ্ঞতা নিয়েই গন্তব্যে পৌঁছাতে হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ১৯৪ যাত্রীকে। ও, এর মধ্যে আবার ইঞ্জিন সচল হওয়ার পর পাইলট নিজের উড়োজাহাজকে ১৩ হাজার ফুট নিচে আবিষ্কার করলেন!

পুরো ঘটনার বর্ণনায় সংবাদমাধ্যম বলছে, গত শনিবার (২৩ মে) ১৯৪ যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে সাংহাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৩০-৩০০ এয়ারবাসটি। প্লেনটি দক্ষিণ চীন সাগরের ওপরে অবস্থানকালে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে।  

এয়ারলাইন্সটির এক কর্মকর্তা বলেন, প্লেনটি ৩৯ হাজার ফুট ওপরে অবস্থানকালে হঠাৎই এর দু’টি ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় আধঘণ্টা পর ইঞ্জিন সচল হওয়ার পর দেখা যায়, প্লেনটি ১৩ হাজার ফুট নিচে নেমে ২৬ হাজার ফুট উচ্চতায় উড়ছে।

হঠাৎই দু’টি ইঞ্জিন বিকল হলে পাইলটরা দ্রুত তা সারানোর কাজ শুরু করেন বলে জানান ওই কর্মকর্তা।

নির্দিষ্ট সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা দেরি হলেও শেষ পর্যন্ত প্লেনটি নিরাপদে অবতরণ করে।

সিঙ্গাপুরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি বিশ্বের ৩৫টি দেশের ৬২টি গন্তব্যে যাত্রী পরিবহন করছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।