ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ক্যাপ্টেন কামাল বিমানের নতুন ডিএফও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ক্যাপ্টেন কামাল বিমানের নতুন ডিএফও

ঢাকা: ক্যাপ্টেন সরকার কামাল সাঈদকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন পরিচালক (ডিএফও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েলের স্থলাভিষিক্ত করা হলো।



সম্প্রতি বিমান এই নিয়োগ দেয়। ক্যাপ্টেন কামাল ১৯৮০ সালের জুনে বিমানে যোগ দেন। বিভিন্ন ধরনের উড়োজাহাজের বৈমানিক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১২ সালের জানুয়ারি থেকে তিনি বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ চালাচ্ছেন।

এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইল হেউড ক্যাপ্টেন কামাল সাঈদের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, তার মতো একজন দক্ষ বৈমানিক বিমানের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক। তার দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা দিয়ে বিমানকে তার লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।         

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।