ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বেবিচকের নতুন সদস্য মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বেবিচকের নতুন সদস্য মোস্তাফিজ

ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদস্য (অপারেশন্স অ্যান্ড প্ল্যানিং) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান রহমান এয়ার কমডোর শফিকুল আলমের স্থলাভিষিক্ত হবেন।


 
জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বেবিচকে প্রেষণে যোগ দিতে মোস্তাফিজুর রহমানের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে বিমানবাহিনীতে ফিরে যেতে শফিকুল আলমের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।