ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

আসছে যাত্রীবাহী নতুন সুপারসনিক প্লেন! (ভিডিও)

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
আসছে যাত্রীবাহী নতুন সুপারসনিক প্লেন! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন প্রজন্মের যাত্রীবাহী সুপারসনিক প্লেন তৈরি হচ্ছে। সাধারণ প্লেনের তুলনায় দ্বিগুণ গতিতে চলবে এ প্লেন।

ফলে অর্ধেক সময়ে পৌঁছে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

এন প্লাস২ নামে সুপারসনিক যাত্রীবাহী এ প্লেনের নকশা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লকহেড মার্টিন।

প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত যাত্রীবাহী প্লেনের তুলনায় এটি দ্বিগুণ গতিতে চলবে। এর গতিবেগ হবে ঘণ্টায় এক হাজার দুইশ’ মাইল। এর ফলে যাত্রীদের

নিউইয়র্ক থেকে প্রায় চার হাজার কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে লস ‍অ্যাঞ্জেলসে পৌঁছতে পাঁচ ঘণ্টার পরিবর্তে আড়াই ঘণ্টা সময় লাগবে।

লকহেড মার্টিনের এ প্রকল্পের ম্যানেজার মাইকেল বুনান্নো বলেন, নতুন প্রজন্মের সুপারসনিক প্লেনের আওয়াজ নিয়ন্ত্রণে ‘সনিক বুম’ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

এন প্লাস২’র প্রতিটি প্লেনে যাত্রী ধারণক্ষমতা ৮০ জন। এতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হবে। একটি থাকবে প্লেনের উপরে। আর দু’টি প্লেনের দুই পাশের উইংয়ে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।