ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

ঢাকা: তৃতীয় ‘এশিয়ানট্যুরিজম ফেয়ার (এটিএফ)-২০১৪’ উপলক্ষে ঢাকা থেকে কলকাতা, ব্যাংকক, সিংগাপুর, কাঠমান্ডু, ইয়াংগন, রোম ও ফ্রাংকফুর্ট রুটে বিজনেস ক্লাসের জন্য ১৫ শতাংশ ও ইকোনমি ক্লাসের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে টি‍কিট বিক্রি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অবশিষ্ট সকল সেক্টরের জন্য ছাড় দেওয়া হবে ৭ শতাংশ।

এই টিকিট কেনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর জন্য বৈধ থাকবে।

আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ার অনুষ্ঠিত হবে।

মেলায় বিমান স্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকিটও ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে কেনা যাবে। বিমান স্টল থেকে ভিসাকার্ড, মাস্টারকার্ড এবং ডিবিবিএল (ডেবিট ও ক্রেডিট) কার্ডসহ নগদ মূল্যে টিকিট কেনা যাবে।

দর্শনার্থীদের জন্য এন্ট্রি টিকিটের‌ ৠাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-ইয়াংগ‍ুন-ঢাকা রুটে ৩ দিন সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা খেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।