ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

তিন অর্থবছরে বিমানের লোকসান হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুন ৯, ২০১৪
তিন অর্থবছরে বিমানের লোকসান হাজার কোটি টাকা

ঢাকা: তিন অর্থবছরে বাংলাদেশ বিমানের এক হাজার ৯ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
 
সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।


 
মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ বিমানের ২২৪ কোটি ১৬ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে ৫৯৪ কোটি ২১ লাখ ও ২০১২-১৩ অর্থবছরে ১৯১ কোটি ৫৯ লাখ টাকাসহ তিন অর্থবছরে মোট এক হাজার ৯ কোটি ৯৬ লাখ টাকা লোকসান হয়েছে।
 
বর্তমানে কোন কোন আন্তর্জাতিক রুটে বিমানের কতটি ফ্লাইট চলাচল করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি উড়োজাহাজ ১৯টি আন্তর্জাতিক রুটে চলাচল করছে।
 
আন্তর্জাতিক রুটগুলো হলো- কলকাতা, দিল্লী, ইয়াংগুন, ব্যাংকক, সিংগাপুর, হংকং, কুয়ালালামপুর, কাঠমান্ডু, দুবাই, আবুধাবী, মাস্কট, দোহা, কুয়েত, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, রোম, ফ্রাঙ্কফুট ও লন্ডন।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

**  সিভিল প্রশাসনে সশস্ত্র বাহিনীর সদস্যদের পদায়ন বন্ধের দাবি
** স্বাধীনতা পদকে স্বর্ণ চুরির ঘটনা দুঃখজনক
** বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়া মঙ্গলবার
** সোমবারের অধিবেশন ‍শুরু, পাস হবে সম্পূরক বাজেট
** সাংবাদিক লাউঞ্জের বেহাল দশা কেন?
** সংসদে সরকারের একমাত্র সমালোচক রুস্তম আলী ফরাজী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।