ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বড়দিনে ওয়েস্টিনে শিশুদের জন্য বিশেষ আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
বড়দিনে ওয়েস্টিনে শিশুদের জন্য বিশেষ আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে শিশুদের জন্য বিশেষ বড়দিনের পার্টির আয়োজন করতে যাচ্ছে ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের গ্রান্ড বলরুমে এ আয়োজন করা হয়েছে।

এতে শিশুদের জন্য মজাদার সব গেমের আয়োজনের পাশাপাশি থাকছে ‘ভেনট্রিলকিউজম’ শো। যাদু শিল্পী আসিফ আসগর পরিবেশন করবেন এই বিশেষ শো। এছাড়াও থাকছে ক্রিসমাসের মজাদার খাবারের আয়োজন। কিডস ডিজে শো, কাপ কেকসহ আরো নানা আয়োজন। আর সানতা ক্লস তো থাকছেই। সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হয়ে তা চলবে রাত একটা পর্যন্ত।

বিশেষ এই আয়োজনের টিকেট পাওয়া যাচ্ছে ওয়েস্টিনের ফ্রন্ট অফিসে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৯৮৯১৯৮৮।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।