ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরে চিত্রাঙ্কন প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
ফরিদপুরে চিত্রাঙ্কন প্রদর্শনী শুরু

ফরিদপুর: ফরিদপুরে চার দিনব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনী শুরু হয়েছে।  

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর ফাইন আর্ট সোসাইটির উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

 

ফরিদপুর শিশু একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল (ডিসি) সরকার।

ফরিদপুর ফাইন আর্ট সোসাইটির সভাপতি শিল্পী সাজেদুল ইসলাম তাতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, শিল্পী রেজাউল করিম জুয়েল প্রমুখ।



চিত্রাংকন প্রদর্শনীতে মোট ৩৪টি ছবি প্রদর্শন করা হয়। এতে ২৫ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।