ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

শিল্প-সাহিত্য

আল মাহমুদ চর্চায় অবদানের জন্য পদক পাচ্ছেন ৪ কবি

সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আল মাহমুদ চর্চায় অবদানের জন্য পদক পাচ্ছেন ৪ কবি

কবি ও কথাশিল্পী আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে লালকুঠি সাহিত্য পরিষদ। একইসঙ্গে চার গুণীজনকে পদক দেওয়ারও উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মিরপুর মাজার রোডের লালকুঠি কাঁচা বাজারের পাশে লালকুঠি দরবার শরীফ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠান থেকে চারজনকে পদক দেওয়া হবে।  

লালকুঠি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমিন আল আসাদ জানান, ‘কবি ও কথাশিল্পী আল মাহমুদ: ভাটিবাংলার জনজীবনের সফল চিত্রকর’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, অনুষ্ঠানে কবি আল মাহমুদ চর্চায় বিশেষ অবদানের জন্যে চার গুণীজনকে পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তারা হলেন—  কবি মহিবুর রহিম, আল মাহমুদ গবেষক কবি সাজ্জাদ বিপ্লব, আল মাহমুদ গবেষক কবি আবিদ আজম ও আল মাহমুদ গবেষক কবি শাকিল মাহমুদ।  

লালকুঠি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।