ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদুল ইসলাম নির্জনের ‘সে শুধু আড়ালে থাকে’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
ফরিদুল ইসলাম নির্জনের ‘সে শুধু আড়ালে থাকে’ ফরিদুল ইসলাম নির্জন ও তার বই ‘সে শুধু আড়ালে থাকে’র প্রচ্ছদ

মানবজনম যেন গল্পের মোড়কে আবদ্ধ। জীবনের বাঁকে বাঁকে গল্প থাকে।

কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। বলা বা না বলা এমন জীবননির্ভর গল্প নিয়ে ফরিদুল ইসলাম নির্জন লিখেছেন ‘সে শুধু আড়ালে থাকে’ বই।  

বইটি অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা-২০২৪ বিজয়ী। তৌহিন হাসানের প্রচ্ছদে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত বইটির বিনিময়মূল্য ৩০০ টাকা।

এতে স্থান পাওয়া ১২টি গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। কেউ বইটি পড়লে তার মনে হতে পারে— এ তো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ!

প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের বিরহ, বেঁচে থাকার আকুতি, জীবনের পদে পদে বাস্তবতার সঙ্গে লড়াই, আবেগ আর অনুভূতির পিঠাপিঠি পথচলা, নিঃসঙ্গতা, সুখের বেড়াজাল, বেদনাকাতরতার মতো নানা বিষয় এই বইয়ের উপজীব্য।

বইটি সম্পর্কে ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘ আমার লেখা সবচেয়ে প্রিয় গল্পের তালিকা এই বইয়ে রয়েছে। গল্পগুলো বেশ চমকপ্রদ। আমি মনে করি, একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত উঠতে ইচ্ছে করবে না। প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। ’ 

ফরিদুল ইসলাম নির্জনের জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে। বর্তমানে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশে সিএমএ কোর্সে অধ্যয়নরত।  

শৈশব থেকেই পড়ার প্রতি তুমুল আগ্রহ। সেই আগ্রহ থেকেই নিয়মিত লিখতে থাকেন। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশের অনলাইনেও লিখছেন। লেখালেখির হাতেখড়ি কবিতা দিয়ে হলেও বর্তমানে কথাসাহিত্যেই তার পদচারণা।

সাহিত্য বিষয়ক কাগজ ‘সুহৃদ বন্ধন’ সম্পাদনা করেছেন। অর্জন করেছেন বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গ্রন্থ সম্মাননা হিসেবে শুভেচ্ছা স্মারক-২০২২, বাসপ সাহিত্য পুরস্কার-২০২৩-সহ বেশ কিছু সম্মাননা।  

ছয়টি বই প্রকাশিত হয়েছে তার। এগুলো হলো শিশু-কিশোর গল্পগন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্য গল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’; উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’ , ‘আপনজন’ এবং ‘জীবনবিলাস’।  

এছাড়া একটি জাতীয় দৈনিকের ঈদসংখ্যায় (২০২৪) তার ‘পরীতমা’ উপন্যাস প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।