ঢাকা, বুধবার, ৪ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মান পার্লামেন্টে ঋণসীমা শিথিলের বিল পাস

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
জার্মান পার্লামেন্টে ঋণসীমা শিথিলের বিল পাস

জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগ ঋণসীমা শিথিলের ঐতিহাসিক এক বিলে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে বড় অংকের ঋণ নেওয়ার পথ সুগম হবে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী বার্লিনের বুন্টেসটাগে বিলটি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে হ্যাঁ/না ভোট অনুষ্ঠিত হয়। পক্ষে ৫১৩ ভোট ও বিপক্ষে ২০৭ ভোট পড়ে। ঋণসীমা শিথিলে সংবিধান সংশোধনের এই বিল পাসের জন্য ৪৮৯টি ভোট দরকার ছিল।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সিডিইউ (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি) ও জোটসঙ্গী এসপিডি (সোশাল ডেমোক্রেটিক পার্টি) গ্রিন পার্টির সহযোগিতায় বিলটি পাস করাতে সক্ষম হয়েছে। জার্মান গণমাধ্যম বিলটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।

সংবিধান সংশোধনের চূড়ান্ত অনুমোদনে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষের (বুন্ডেসরাট) অধিবেশন রয়েছে। বুন্ডেসরাটে সংশোধনীটি পাস হলে ৫০০ বিলিয়ন ইউরোর বিশাল ঋণ নিতে আর কোনো বাধা থাকবে না জার্মান সরকারের।

জার্মান সরকার সংবিধান অনুযায়ী তাদের নিজস্ব জিডিপির কেবল দশমিক ৩৫ শতাংশ সরকারি ব্যয় নির্বাহের জন্য ঋণ নিতে পারে। এমনকি জার্মানির ১৬টি রাজ্যের জন্য এই নিয়ম প্রযোজ্য।  

জার্মান সরকার মূলত ব্যক্তির কর ও শুল্ক, রপ্তানি আয় থেকেই রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করে থাকে। সংবিধান সংশোধনী বিলটি পাশের পর আর এই বাধা রইল না।  

নতুন সরকার তাদের প্রস্তাবিত ৫০০ বিলিয়ন ইউরোর তহবিল থেকে ১০০ বিলিয়ন ইউরো রাজ্য সরকারগুলোকে দেবে, যা স্থানীয় পর্যায়ে তাপ ও জ্বালানি  প্রকল্পে ব্যবহার করা হবে।  

গ্রিন পার্টির চাপে আরও ১০০ বিলিয়ন ইউরো জলবায়ু সুরক্ষা ও পরিবেশবান্ধব শিল্পের জন্য নির্ধারিত হয়েছে। বাকি ৩০০ বিলিয়ন ইউরোর একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ