ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

রাজনীতি

৫ আগস্টেই আ.লীগের কবর রচিত হয়েছে: ইশরাক 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
৫ আগস্টেই আ.লীগের কবর রচিত হয়েছে: ইশরাক 

ভোলা: আওয়ামী লীগের কবর গত ৫ আগস্ট রচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।  

শুক্রবার (২১ মার্চ) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে ভোলা সদর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, যে সংগঠন (আওয়ামী লীগ) মৃত তাদের আর নিষিদ্ধ করার কী আছে! এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে তাহলে সর্বশক্তি দিয়ে তা রুখে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবি জানান।

ইশরাক হোসেন আরও বলেন, বড় সংস্কার হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র উন্মুক্ত করা। সংস্কারের কথা বলে কেউ যদি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে তাহলে বোঝা যায় কুচক্রিমহল সরকারের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করছে। যাতে নির্বাচন বিলম্বিত হয় এবং বিএনপির বদনাম হয়।  বিএনপি চায় সংস্কার এবং নির্বাচন।

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিত রাইসুল আলম প্রমুখ।

শহরের মহাজনপট্রিস্থ জেলা বিএনপি কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।