ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

রাজনীতি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ছবি: বাংলানিউজ

ঢাকা: চলমান যুদ্ধবিরতি চুক্তি আকস্মিকভাবে একতরফা লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের পর মিছিল বের হয়।

মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব এলাকা দিয়ে শাহবাগের দিকে চলে যায়। এতে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘বিশ্বের মুসলিম এক হও’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘শিশুদের ওপর হামলা কেন, রোজাদারের ওপর হামলা কেনো?’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। বেনিয়ামিন নেতানিয়াহু একজন রক্তচোষা ও গণহত্যাকারী। চুক্তি ভঙ্গকারী এ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। ’ 

আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে তিনি মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘ইসরায়েলের বিপক্ষে অর্থনৈতিক অবরোধ আরোপের দাবি করতে হবে। বাংলাদেশে কোনো ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। ’ 

তিনি ইসরায়েলের বিপক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত। ’

বিশ্বজুড়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। মক্কায় যেমন চুক্তি ভঙ্গ করায় কাফেরদের পতন ঘটেছে, তেমনি এবারও ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী।

আরও বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শিক্ষাবিদ, লেখক ড. খলিলুর রহমান মাদানি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সম্পাদক প্রচার আবদুস সাত্তার সুমন।  

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।