ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

আন্দোলনে অসুস্থ হয়ে পোশাক কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আন্দোলনে অসুস্থ হয়ে পোশাক কর্মকর্তার মৃত্যু

ঢাকা: রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে করা আন্দোলনে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন।

রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন দাবি করেন, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করেন রাম প্রসাদ সিং। কারখানাটিতে ২০১৯ সালের পর থেকে বেতন ভাতা অনিয়মিত। কয়েক মাস পরপর এক মাসের বেতন পরিশোধ করে। সবশেষ গত ১৪ মাসের বেতন ভাতা বাকি। এই বেতন ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ গত পাঁচদিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াইশ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।

কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রাম প্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় ইসলামি ব্যাংক হাসপাতালে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামের বাড়ি ফেনির ফুলগাজী উপজেলায়। অবিবাহিত ছিলেন তিনি। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।