ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার হাসপাতালে নিহত দোদুল হোসেন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন ব্যবহার নিষেধ করায় ছেলের ছুরিকাঘাতে বাবা দোদুল হোসেন (৫৩) নিহত হয়েছেন।  

এ ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে মাদরাসা ছাত্র কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতেন বাবা। শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। এরই জেরে রাত পৌনে ৮টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পেছন থেকে ছুরিকাঘাত করে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন দোদুল হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।