ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্রনেতা সকালে গ্রেপ্তার, বিকেলে জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্রনেতা সকালে গ্রেপ্তার, বিকেলে জামিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন

সিলেট: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে আদালত জামিন দিয়েছেন। দুপুরে শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকেলে শুনানিকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট নগরের একটি কনভেনশন হলে একটি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত আহত হন। পরে ভুক্তভোগী সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে এসএমপির শাহপরান (র.) থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সকালে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।