ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

২৫ মার্চের মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
২৫ মার্চের মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে

ঢাকা: আগামী ২৫ মার্চের মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি. এর সকল শ্রমিক-কর্মচারীর পাওনাদি পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার( ২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি. কর্তৃপক্ষ কর্তৃক গতকাল পর্যন্ত মোট ৩৩,০৮৫ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে সকল শ্রমিক-কর্মচারীর পাওনাদি পরিশোধ করা হবে।

বাংলাদেশ সময় ১৫২৬ ঘন্টা, মার্চ ২০, ২০২৫
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।