ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

আইন ও আদালত

৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা সাদ্দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
৩ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা সাদ্দাম

কুড়িগ্রাম: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন‌্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি) সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ এবং সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন এতথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।  

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত‌্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন‌্য তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

ওসি হাবিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত‌্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন‌্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।