ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

ক্রিকেট

হাসপাতালে অধিনায়ক তামিম, মন খারাপের দিনে দাপুটে জয় মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
হাসপাতালে অধিনায়ক তামিম, মন খারাপের দিনে দাপুটে জয় মোহামেডানের

টসের পর মাঠে নামার সুযোগটাও পাননি তামিম ইকবাল। তার আগেই হার্ট অ্যাটাক হয় তার।

এরপর জীবনযুদ্ধে নেমে পড়তে হয় তাকে। হার্টে রিং পরানো হয় তার। অধিনায়ককে হাসপাতালে ওই অবস্থায় রেখে মাঠের লড়াইয়ে নামা খুবই কঠিন এবং কষ্টের কাজ। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব সেটি করে দেখিয়েছে।

মন খারাপের দিনে অবশ্য দারুণ জয় পায় মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে মোহামেডানের তিন স্পিনার নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মিরাজের দাপুটে বোলিংয়ের সামনে ২২৩ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর।  

শাইনপুকুরের হয়ে ব্যাট হাতে হাফ সেঞ্চুরিরর দেখা পান কেবল অধিনায়ক রায়হান আহমেদ ও শরিফুল ইসলাম। এর মধ্যে অধিনায়ক রায়হান ১০৭ বলে ৪টি চারে ৭৭ রান করেন। আর ৬৯ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৭ রান করেন ডানহাতি অফ স্পিনার শরিফুল। বল হাতে মোহামেডানের তাইজুল সর্বোচ্চ ৩টি উইকেট নেন। বল হাতে মিরাজ ১০ ওভারে ৩৩ রানে নেন ২ উইকেট। এছাড়া নাসুম ও সাইউফদ্দিনও ২টি করে উইকেট পান।

জবাবে মোহামেডান সহজেই জয় তুলে নেয়। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন মেহেদী হাসান মিরাজ। এটি লিস্ট এ ক্রিকেটে তার তৃতীয় সেঞ্চুরি। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করেন মিরাজ। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন রনি তালুকদার। তাদের দুজনের জুটিতে আসে ১৬৪ রান। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। ৮ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে দলটি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তিনে থামা গাজী গ্রুপ ক্রিকেটার্সের সংগ্রহ পাঁচ জয়ে ১০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২১০১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।