ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব ইজতেমা

প্রথমবার বাংলায় আখেরি মোনাজাত শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
প্রথমবার বাংলায় আখেরি মোনাজাত শুরু টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান/ছবি: বাংলানিউজ

টঙ্গী ইজতেমা ময়দান থেকে: টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার মোনাজাত হচ্ছে বাংলায়।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে  তুরাগপাড়ের বিশাল ময়দানে আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো মুসল্লি।

মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি।

আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যাচ্ছে।  

আখেরি মোনাজাতে শামিল মুসল্লিদের একাংশ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করছেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের।

আখেরি মোনাজাতের আগে সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বয়ান। ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।