ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

কাতারে ভিজিট বাংলাদেশ ট্যুরিজম ইয়ার ২০১৬ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
কাতারে ভিজিট বাংলাদেশ ট্যুরিজম ইয়ার ২০১৬ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কাতার থেকে: ‘ভিজিট বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে কাতারে অনুষ্ঠিত হলো ভিজিট বাংলাদেশ ট্যুরিজম ইয়ার ২০১৬। কাতারস্থ বাংলাদেশি হোটেলিয়ার প্রফেশনালদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



স্থানীয় সময় রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা জাদিদ মাজ্জা সেন্টার রেস্টুরেন্ট এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি হোটেলিয়ারের নর্থ আমেরিকান প্রতিনিধি হাবিব আহসান সুমনের সভাপতিত্বে ও কাতারস্থ বাংলাদেশি হোটেলিয়ারের প্রধান সমন্বয়কারী মো. সামছ শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক জুলফিকার আজাদ, কাতার এয়ারওয়েজ ক্যাপ্টেন বাংলাদেশি শাহ আলম, আয়ুব আলি প্রমুখ। টেলিফোনের মাধ্যমে আয়োজকদের অভিনন্দন জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেওয়াজ মোরশেদ, কাজী হোসেন, আতিক হাসান, বদরুদ্দোজা টুটুল, কবির হোসেন, সাফিউর সাফি, রহমত হোসেন প্রমুখ।

এছাড়াও কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশকে বিশ্বদরবারে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ ঘোষণা করেছে। ভিজিট বাংলাদেশ ২০১৬ শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদের এ আলোচনা সভার আয়োজন করেছি।

বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বিভিন্নমুখী কার্যক্রম বিশ্বদরবারে আকর্ষণীয় পর্যটন হিসেবে তুলে ধরতে কাতার প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ