ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ব্যবসায়ী নিহত লুৎফর রহমান (ছবি: সংগৃহীত)

কাতার: কাতারে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

লুৎফর রহমান সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুছেদুর পানিদ্বর গ্রামের মৃত্যু মাওলানা আশ্ররাফ আলীর ছেলে।

বুধবার (২৯ নভেম্বর ) স্থানীয় সময় রাত ৮ টায় দেশটির খলিফা স্টোডিয়াম সিগ্যনাল এ দুর্ঘটনা ঘটে।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে লুৎফর রহমান নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাইজার যাচ্ছিলেন। পথে খলিফা স্টোডিয়াম সিগ্যনাল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাতার শিল্পাঞ্চলে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও পরিবার সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে কাতারে মৌলভীবাজার জেলার প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ