ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

তিনদিনে সৌদিতে ১৩৫ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
তিনদিনে সৌদিতে ১৩৫ বাংলাদেশি আটক

ঢাকা: তিনদিনে সৌদি আরবে ১৩৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা যে প্রতিষ্ঠানের হয়ে নিয়োগ পেয়েছিলেন, সে প্রতিষ্ঠানে কাজ না করায় আটক হয়েছেন।

গত সোমবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (১৮ অক্টোবর), এই তিনদিন দাম্মামে অভিযানে বাঙালিদের ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এটি জানিয়েছে।

সূত্রে জানা যায়, অনুমতিপত্র ছাড়া আটকরা বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন। দেশটির শ্রম আইনে তা অপরাধ।

তাদের কী করা হবে তা এখনও মন্ত্রণালয় জানাতে পারেনি। তবে দেশে পাঠিয়ে দেওয়ার শঙ্কার কথা অনেকে বলছেন।

মূলত প্রতিবছর হজের পর থেকে যাওয়া অবৈধ বিদেশি ধরতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান চলমান, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ