ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ নামে ‍এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিয়াদ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ নামে ‍এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হানিফের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলার লক্ষ্মীনারায়নরপুর গ্রামে। তার পাসপোর্ট নাম্বার AE0878571।

নিহতের বন্ধু সায়েদ আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে হানিফ নিজেই গাড়ি চালিয়ে জেদ্দা থেকে রিয়াদ যাচ্ছিলেন। জেদ্দা রিয়াদের মাঝামাঝি আফিফ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে মালবাহী লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।

হানিফের মরদেহ আফিফ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ