ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আল কাছিম বুরাইদা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ: সৌদি আরবের আল কাছিম বুরাইদা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ুম (২৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম বরিশালের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আব্দুল খালেক মাতবরের ছেলে।

নিহতের বোন সোনিয়া নাসরিন বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১১টার দিকে কাইয়ুম কর্মস্থল থেকে দাব্বাবে (লেডিস হোন্ডা) করে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাইয়ুমের মরদেহ বর্তমানে আল কাছিম বুরাইদা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ