ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে প্রসাফ’র সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
রিয়াদে প্রসাফ’র সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা

রিয়াদ: ‘দেশ ও জাতির স্বার্থে সবাই আসুন ঐক্যবদ্ধ হই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে’ স্লোগানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

স্থানীয় সময় শনিবার (১৩ আগস্ট) রাতে রিয়াদের বাথা আল মারজান কফি হাউজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপ‍ূর্ব, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টু, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক সেলিম উদ্দিন দিদার, আওয়ামী লীগ নেতা এনামুল হক, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষকে হত্যা করাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। যারা ইসলামের দোহাই দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট। দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিরা ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধে করতে হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ