ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

সৌদি আরব: সৌদি আরবের‬ ‎মক্কার আরাফাত এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৭ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আরাফার ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, ঢাকার ধানমন্ডি এলাকার প্রবাসী দুলালের স্ত্রী হেনা আকতার (৩০) ও ছেলে আরিফ আহমেদ সিফাত (০৪) এবং নরসিংদীর পলাশ উপজেলার সোহরাব হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

জেদ্দা কনস্যুলেটের কনসাল রেজা-ই-রাব্বি বাংলানিউজকে বলেন, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আরাফার ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ভিজিট ভিসায় কয়েকদিন আগে সৌদি আরব এসেছিলেন।

অপর নিহত ব্যক্তি গাড়ি চালক মায়ানমারের নাগরিক আব্দুল আজিজ। আহত বাংলাদেশিরা মক্কা হোটেল হিলটনে কর্মরত আছেন।

আহতরা একই হসপিটালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ মক্কা আল নূর হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ