ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় এমপি তাজুল ইসলামকে গণ সংবর্ধনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেদ্দায় এমপি তাজুল ইসলামকে গণ সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এমপিকে জেদ্দায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ জুন) রাতে জেদ্দার বালাদ হলিডে হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


 
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রবাসী সমিতির সভাপতি, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, দেশে এখন কেউ না খেয়ে নেই। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সাফল্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মক্কা শাখার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেদ্দার সভাপতি ইউসুফ মাহমুদ ফারাজী, জেদ্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি তাজুল ইসলাম মজুমদার।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন রিয়াদের লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ খান, মনির হোসেন শিমুল।

প্রবাসী লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী পরিবার আয়োজিত অনুষ্ঠানে জেদ্দা প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এনএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ