ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র ইফতার মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র ইফতার মাহফিল

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) জেদ্দার হোটেল লিমারে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এমএ আজাদ চয়ন, জেদ্দা মহানগরের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ্‌ কিসমত (সিআইপি), জিয়া পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন, খন্দকার হেলাল (সিআইপি)।

বক্তব্য রাখেন, এস এম সেলিম রেজা, বাহার উদ্দিন বাদল, রওশন জামিল শিপু, নুরুল আবছার চৌধুরীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ