ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে জেদ্দায় সংবর্ধনা 

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে জেদ্দায় সংবর্ধনা 

রিয়াদ: সৌদি আরব সফররত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব কমান্ড কাউন্সিল।

রোববার (১২জুন) সন্ধ্যায় জেদ্দার লিমার হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে মূল্যবান অবদান রাখছে, তাই প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার শ্রদ্ধাশীল।  

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ইউরোপ-আমেরিকার প্রবাসীরা নাগরিকত্বের সুযোগ পায়, পক্ষান্তরে মধ্যপ্রাচ্য প্রবাসীরা মরুর-প্রবাস জীবনের ইতি টেনে নিজ দেশে ফিরে গিয়ে হাবুডুবু খায়। শেষ জীবনের অনিশ্চয়তায় রক্ষা-কবচ হিসেবে প্রবাসীদের জন্য ‘পেনশন/ভাতা স্কিম’ চালুর জন্য সরকারের কাছে প্রবাসীদের দাবির জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, প্রবাসীদের জন্যে ‘পেনশন/ভাতা স্কিম’ চালুর যৌক্তিকতা আছে। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সাথে এমন কি সংসদে তিনি কথা বলবেন।

সংগঠনের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল(শ্রম) মোহাম্মদ রেজাই রাব্বি, রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী আমিন আহমেদ, এ্যাডভোকেট মাহমুদুল হাসান শামিম, মার্শেল কবীর পান্নু, কাজী নওফেল, ইউসুল মাহমুদ ফরাজী, কাজী আবদুল আওয়াল, মোহাম্মদ হুমায়ূন কবীর, ফজলুল কবীর ভিকু, কে.এইচ.এম শাহজাহান, মীর কাশেম মজুমদার, ফরিদ উদ্দিন মজুমদার, শহিদ পাটোয়ারী, আবুল বাশার বুলবুল প্রমুখ।

সংবর্ধনায় মন্ত্রীকে দেয়া মানপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে মুক্তিযোদ্ধা উত্তরীয় পরিয়ে দেয়া হয়। মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবুল কাশেম।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রতি গুরুত্বারোপ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ