ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় বাংলাদেশি পণ্যের ক্যাটালগ শো

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জেদ্দায় বাংলাদেশি পণ্যের ক্যাটালগ শো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৌদি আরব ক্যাটাগরি

রিয়াদ: সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রচার বাড়াতে ‘মেড ইন বাংলাদেশ: আমাদের ব্র্যান্ড আমাদের গর্ব’ শিরোনামে ক্যাটালগ শো অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দা চেম্বার অব কমার্স প্রাঙ্গণে রোববার (২৯ মে) ও সোমবার (৩০ মে) দুই দিনব্যাপী এ ক্যাটালগ শো'র আয়োজন করে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

জেদ্দার শতাধিক ব্যবসায়ী বাংলাদেশি পণ্যর ক্যাটালগ সংগ্রহ করেছেন।

প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের মধ্যে বেশির ভাগই ছিল খাদ্য সামগ্রী। এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে বস্ত্র, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হস্তশিল্প ও বিভিন্ন মনোহারী দ্রব্য ক্যাটালগ প্রদর্শিত হয়।

বাংলাদেশ দূতাবাস রিয়াদের ইকনোমিক কাউন্সিলার ড. আবুল হাসান বাংলানিউজকে বলেন, আগামী তিন মাসের মধ্যে সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবে এবং ৬ মাসের মধ্যে আমরা সৌদি আরবে আরেকটি ট্রেড শো করার চিন্তা করছি।

সৌদি আরবের ২৮টি চেম্বার অব কমার্সে পর্যায়ক্রমে বাংলাদেশি পণ্যের ক্যাটালগ প্রদর্শনী করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মে ) প্রদর্শনী পরিদর্শন করেন জেদ্দা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডেপুটি সেক্রেটারি জেনারেল হাসান ইব্রাহিম দাহনান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির  (বায়রা) সভাপতি আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার চৌধুরী, কনস্যুলেটের কনসাল (শ্রম) মোকাম্মেল হোসেন, কাউন্সিলর আফতাফ হোসাইন প্রমুখ।

মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও দুই দিনব্যাপী সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাটালগ শো’ হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ