ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

ঢাকায় আসছে সৌদির ফাস্টফুড হারফি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ঢাকায় আসছে সৌদির ফাস্টফুড হারফি

ঢাকা: বাংলাদেশে যাচ্ছে সৌদি আরবের অন্যতম ফাস্টফুড রেস্টুরেন্ট চেইন ‘হারফি ফুড সার্ভিস‘। রাজধানী ঢাকার গুলশান, বনানী, বারিধারাসহ দেশের বিভিন্ন স্থানে এ চেইন রেস্টুরেন্টটির শাখা খোলা হবে।

এদেশে হারফির ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে গ্রিনল্যান্ড গ্রুপ। এ লক্ষ্যে দু’পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। সোমবার (১৬ মে) হারফি ফুড সার্ভিস এর রিয়াদ অফিসে চুক্তিপত্রে স্বাক্ষর করেন চেইন রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা শেখ আহমাদ আল সাইদ ও গ্রিনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্, গ্রিনল্যান্ড গ্রুপের ভাইস চেয়ারম্যান আয়াজ ওয়ারিস খান ওয়ার্সি, নির্বাহী পরিচালক এজি মাহফুজুর রহমান মানু, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক মোহাম্মদ মিশাল, পরিচালক ইমতিয়াজ ফয়সাল, পরিচালক খালিদ আয়াজ খানসহ হারফি ফুড সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত আছেন ধনকুবের যুবরাজ ওয়ালিদ বিন তালাল আল সৌদ।

সৌদি আরব, বাহরাইন, দুবাই ও কুয়েত মিলিয়ে হারফির ২১২ টি শাখা আছে।

বাংলাদেশে ১০টি নতুন শাখা করার জন্য গ্রিনল্যান্ড গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হলো হারফি।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ