ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।



নিহত দু’জনের একজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মামুন। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কাজে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের স্বজন নূর খান বাংলানিউজকে বিষয়টি জানান।

নূর জানান, নিহত দু’জন সিডর কোম্পানিতে কর্মরত ছিলেন। দু’জনই পরিচ্ছন্নতাকর্মী।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ