ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

শিশু দিবসে রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
শিশু দিবসে রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশ কার্যনির্বাহী কমিটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে রিয়াদের নায়াগ্রা হোটেল হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্বাঞ্চলীয় প্রদেশ কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম।



স্বেচ্ছাসেবক লীগ নেতা মুসফিকুর রহমান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর যুবলীগের প্রধান উপদেষ্ঠা শাহীদুল হক শাহীদ, রিয়াদ শিবচর থানা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, লাকসাম-মনোহরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম,  সহ সভাপতি গিয়াস উদ্দীন শাহবাজ প্রমুখ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাজ্জাদ আরমান, বাদল মোল্লা, লিটন মোল্লা, জসিম খান, পাষান মোল্লা, রাজ্জাক হাওলাদার, শহীদ মাতাব্বর, ফারুক খান, দেলোয়ার হোসেন, শাহাদাৎ মাতাব্বর, আরব আলী, জুয়েল রানা, আল আমিন সজল, শরীফুল ইসলাম স্বপন, মোহাম্মদ সোহাগ, মাসুদ পারভেজ খান, সোহেল খান, আব্দুর রহিমসহ রিয়াদের আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু, তার পরিবার এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ