ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় ফ্রেন্ডস অব বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
জেদ্দায় ফ্রেন্ডস অব বাংলাদেশের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর শাখা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মমতাজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী আমিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার প্রধান উপদেষ্টা আবুল কাসেম মোহাম্মদ সালেহ, সৌদি আরব মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ কাসেম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আব্দুল জলিল ব্যাপারী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

মারওয়া ওয়াজিউল্লাহর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, কোরবান আলী বিশ্বাস, জিন্নাত আলী, সাংবাদিক শেখ শফিকুর রহমান, মেজবাহউদ্দীন ভুইয়া নয়ন, মোস্তফা ভুইয়া টিপু, শিল্পাঞ্চল আঞ্চলিক শাখার খসরু খান, সানাইয়া শাখার আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ