ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

আইএস ইসরায়েলি সেনাদের অংশ- সৌদি গ্রান্ড মুফতি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আইএস ইসরায়েলি সেনাদের অংশ- সৌদি গ্রান্ড মুফতি গ্রান্ড মুফতি

রিয়াদ: “ইসলামিক স্টেট (আইএস) ইসরায়েলি সেনাদের একটি অংশ। মুসলিমদের সামরিক ঐক্যই এদের বিনাশ করতে পারে।



সোমবার (২৮ ডিসেম্বর) স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে এক টেলিফোন সংলাপে কথাগুলো বলেন সৌদি আরবের গ্রান্ড মুফতি ও ফতোয়া কাউন্সিল এর চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ আল শেইখ।

তিনি আরো বলেন,  ইসলামের নামে যারা রক্তপাত ও হত্যাযজ্ঞ চালায় তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হতে পারে না।

আইএস ইসলাম ও মুসলিমদের বড় ধরনের ক্ষতি করে যাচ্ছে। এরা খারিজিদের উত্তরসূরী।

এই খারিজিরা কাফেরদের অন্তর্ভুক্ত এবং ইসলামের নাম দিয়ে প্রথম তারাই রক্তপাত বৈধ করে বলেও মন্তব্য করেন গ্রান্ড মুফতি।

অতি সম্প্রতি ইসরায়েলের প্রতি আইএস. হুমকি দিয়েছে এ কথা জানানো হলে তিনি বলেন, “এটা একটা মিথ্যা হুমকি। আইএস মূলত ইসরায়েলি সেনাদের একটি অংশ। ”

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ