ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেট দল।

শুক্রবার (১১ ডিসেম্বর) আইডিবি গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।



বাংলাদেশি বোলারদের ঝড়োগতির বলিংয়ে মাত্র ১১৭ রানে থেমে যায় ভারতের ইনিংস।

১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল।

এদিকে, শনিবার (১২ ডিসেম্বর) একই মাঠে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলংকা।

আগামী ১৭ ডিসেম্বর ফাইনালে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কনস্যুলেট দল।

ভারতকে হারিয়ে ফাইনালে স্থান পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ