ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দা বাংলা স্কুলের শিক্ষিকার ইন্তেকাল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
জেদ্দা বাংলা স্কুলের শিক্ষিকার ইন্তেকাল ছবি : প্রতীকী

রিয়াদ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা মাধ্যম) জেদ্দা শাখার শিক্ষিকা মিসেস সাহনাজ মুন্নি (৩০)ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



মরহুমার পারিবারিক বন্ধু প্রবাসী ইউসুফ জানায়, জুনিয়র শিক্ষিকা মিসেস সাহনাজ মুন্নি বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ দিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছেন। অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসার জন্য তাকে জেদ্দা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলেও জানান ইউসুফ।
 
জানা গেছে বিগত ১২ বছর ধরে সাহনাজ মুন্নি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা মাধ্যম) জেদ্দায় শিক্ষকতা করে আসছেন।
 
তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী আজাদ সোবহান সবার কাছে দোয়া চেয়েছেন। শিক্ষিকা মুন্নির এই অকাল মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ