ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের তোয়াইক প্লাজায় এ অনুষ্ঠান উদযাপন করা হয়।



দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাসের ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল ফারুল উল হক ও মিসেস ফারুক উল হক এ নৈশভোজের আয়োজন করেন।

এতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ফায়েজ ইব্রাহীম আল সাহরী।

ফায়েজ ইব্রাহীম ও রাষ্ট্রদূত গোলাম মসিহকে নিয়ে বাংলাদেশ এবং সৌদি আরবের পতাকা খচিত কেক কাটেন ব্রিগেডিয়ার জেনারেল ফারুক উল হক।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬০টি দেশের ক‍ূটনীতিক ও প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ