ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
রিয়াদে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ক্লাব ‘প্রাইড অব বেঙ্গল’ আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রিয়াদের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সিলর (শ্রম) সারোয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশির।

সাংবাদিক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসাফের সহ-সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সৌদি আরবস্থ ফেনী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ পারভেজ, এম এইচ আলমগীর, ইমাম হোসেন ইমু, আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলম বলেন, প্রথমত সবাইকে সৌদি আরবের আইন মেনে চলতে হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সবাইকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করতে হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি এবং সেরা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিরা।

সবশেষে প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ