ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় ভারী বর্ষণে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জেদ্দায় ভারী বর্ষণে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

রিয়াদ: সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় অতি বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বুধবার (১৮ নভেম্বর) মক্কা, মদিনা ও জেদ্দার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবারের (১৭ নভেম্বর) মতো বুধবারও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে।



এদিকে, মঙ্গলবারের ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে জেদ্দায় বিদ্যুতের একটি খুটি মাটিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ