ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মদিনায় আওয়ামী কর্মজীবী লীগের নতুন কমিটি গঠন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
মদিনায় আওয়ামী কর্মজীবী লীগের নতুন কমিটি গঠন

রিয়াদ: মনোয়ারকে সভাপতি ও সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মদিনায় আওয়ামী কর্মজীবী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০অক্টোবর) রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নব গঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।



সালাহ উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিয়াজুর রহমান নোমান ও অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, মো. ইমতিয়াজ রাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, মদিনা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মজীবী লীগকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

নতুন কমিটি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবে এ আশা ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন।

দোয়া ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ