ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে চট্টগ্রামের মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
রিয়াদে চট্টগ্রামের মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে রিয়াদের নুর আল মাস কমিউনিটি সেন্টারে এ মেজবান অনুষ্ঠিত হয়।



বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত গোলাম মসিহ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদের (বাংলা শাখা)  অধ্যাপক শওকত। বক্তব্য রাখেন শওকত ওসমান, কারী আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম খোকন, আফসার উদ্দিন, আলমগীর হোসেন, মো: আবছার প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মসিহ বলেন, আমি সৌদি আরবে এসে দেখলাম, দূতাবাস চরম অব্যবস্থাপনার মাধ্যমে চলছে। এমআরপির নামে চলছে মানুষকে হয়রানি করা হচ্ছে চরমভাবে।

আয়োজকদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্টদূত বলেন, আমি কথা দিচ্ছি রিয়াদ থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা করবো। দলমত নির্বিশেষে রিয়াদের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

আলোচনা এবং আপ্যায়নের পর প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ